ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ইমরানুরের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ইমরানুরের

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হিটে প্রথম হয়ে আশা জাগালেও সেমিফাইনালে উঠতে পারেননি ইমরানুর রহমান। এবার এশিয়ান গেমসে পদকের জন্য লড়ার কথা জানালেন বাংলাদেশের দ্রুততম মানব।

হিটে ১০.৫০ সেকেন্ড টাইমিং করে প্রথম হয়েছিলেন তিনি। মূলপর্বে ১০.৪১ সেকেন্ড টাইমিং করে বিদায় নিতে হয়েছে তাকে। যদিও গত মাসেই এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০.২৫ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন ইমরানুর।  

এক মাস পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এমন টাইমিং নিয়ে চিন্তিত নন ইমরানুর। পরিস্থিতির কারণে সময়ের তারতম্য হতে পারে বলে মনে করেন তিনি বলেন, ‘স্প্রিন্টে সবসময় একই টাইমিং ধরে রাখা যায় না। মাঝে মাঝে টাইমিংয়ে তারতম্য হতে পারে। আমার পাশের লেনে যিনি ছিলেন জ্যাকবস (টোকিও অলিম্পিকসে স্বর্ণপদকজয়ী)। তিনি সব সময় ১০ সেকেন্ডের নিচে দৌড়ান। গতকাল তার ১০.১৭ লেগেছে। ’

এশিয়ান গেমসে ১০.২০ এর আশে টাইমিংধারীরা ফাইনালে খেলেন। ইমরানুর তুরস্কের ইসলামিক সলিডারিটি গেমসে ১০.০১ টাইমিং করেছিলেন। তাই ইমরানের চোখ এশিয়ান গেমসের ফাইনালে, ‘আমি এশিয়ান গেমসে পদকের জন্য লড়তে চাই। আগামী এক মাস নিজের টেকনিক এবং ট্যাকটিকস উন্নতির চেষ্টা করব। ’

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।