ফাইভ-এ-সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষে আগামীকাল (২২ আগস্ট) মঙ্গলবার রাতে জাতীয় নারী হকি দল ওমান যাচ্ছে। এরপর মাসকাট থেকে তারা সড়ক পথে যাবে সালালাহ শহরে।
আগামী ২৫ থেকে ২৮ আগস্ট এই টুর্নামেন্টে ১০টি দল দুটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে পড়েছে। এই পুলে রয়েছে হংকং, চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান ও স্বাগতিক ওমান। অন্যদিকে এলিট পুলে রয়েছে ভারত, জাপান, মালয়েশিয়া ও থাইল্যান্ড। এ দলগুলোর মধ্যে থেকে তিনটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ ২৫ আগস্ট ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপে, ২৬ আগস্ট ইরান ও স্বাগতিক ওমান এবং ২৭ আগস্ট হংকং এর সঙ্গে মোকাবেলা করবে। কোয়ালিফাই পর্বে বাংলাদেশ তিনটি জয়ের আশা করছে এবং সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ওমান যাচ্ছে।
এ টুর্নামেন্ট সামনে রেখে আজ (২১ আগস্ট) সোমবার বাংলাদেশ হকি ফেডারেশন সংবাদ সম্মেলনের আয়োজন করে। ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, আমরা প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে অংশ নিচ্ছি। আশা করছি, দল দুটি সেরা নৈপুণ্য দেখিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবে। এক প্রশ্নে তিনি বলেন, নারী বিভাগে আমরা তিনটি জয়ের আশা করছি। দলগুলো হচ্ছে হংকং, চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়া।
অপরদিকে নারী দলের অধিনায়ক ফারদিয়া আক্তার রাত্রি বলেন, ইরান ও স্বাগতিক ওমানের সঙ্গে ভাল খেলার চেষ্টা করবে। এক প্রশ্নে তিনি বলেন, দলের প্রস্তুতি ভাল হয়েছে। যদিও ২০১৯ সালের পর আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা হয়নি। তবুও আত্মপ্রত্যয়ী কন্ঠে বলেন, ওমানে আমরা সেরাটা দিতে চেষ্টা করবো।
তবে জাতীয় পুরুষ হকি দল ২৬ আগস্ট ওমান যাবে। তবে কোন গ্রুপে বা কোন দলের সঙ্গে খেলবে এখনো চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য ২১ সদস্য বিশিষ্ট জাতীয় পুরুষ ও নারী হকি দল ওমানের সালালাহে যাচ্ছে। এরমধ্যে ৫ জন কর্মকর্তা এবং ৮ জন করে পুরুষ ও নারী খেলোয়াড় রয়েছেন।
বাংলাদেশ স্কোয়াড
নারী দল : মুক্তা খাতুন, সুমি আক্তার, ফারদিয়া আক্তার রাত্রি, অর্পিতা পাল, সানজিদা আক্তার মনি, কনা আক্তার, রিয়াসা আক্তার ও আইরিন আক্তার রিয়া।
পুরুষ দল : অসীম গোপ, মো. সারওয়ার হোসেন, মাহবুব হোসেন, শফিউল আলম শিশির, দ্বীন ইসলাম ইমন, সারওয়ার মোর্শেদ শাওন, রাজু আহমেদ তপু ও আবেদ উল্লাহ।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এআর/এএইচএস