ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আগামীকাল ওমানে মাঠে নামবে নারী হকি দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
আগামীকাল ওমানে মাঠে নামবে নারী হকি দল

ওমানের সালালাহ শহরে আগামীকাল শুক্রবার (২৫ আগস্ট) থেকে ফাইভ-এ-সাইড নারী ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে। উদ্বোধনী দিনেই বাংলাদেশ জাতীয় নারী হকি দল ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপের মুখোমুখি হচ্ছে।

জয়ে চোখ রেখেই বাংলাদেশের মেয়েরা মাঠে নামবে। ওমান থেকে এমন আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ।

আজ বিকেলে এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, ফাইভ-এ-সাইড হকি আমাদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। প্রথমবারের মতো নারী হকি দল এ ধরনের টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। এক প্রশ্নে তিনি বলেন, আশা করছি মেয়েরা সেরা নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্টে ভাল খেলার চেষ্টা করবেন।

শুক্রবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১১টায় উদ্বোধনী ম্যাচে ইন্দোনেশিয়া এবং সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ দুইটি ম্যাচ সামনে রেখে দল আজ শেষ মুহূর্তের ভুলত্রুটি শুধরিয়ে নিতে ২ ঘন্টা অনুশীলন করেছেন।

গ্রুপ পর্বের অপর তিন ম্যাচে বাংলাদেশ ২৬ আগস্ট দুপুরে ইরান এবং সন্ধ্যা ৭টায় স্বাগতিক ওমান এবং ২৭ আগস্ট সকাল ১০টায় হংকং এর মোকাবেলা করবে। কোয়ালিফাই পর্বে বাংলাদেশ তিনটি জয়ের আশা করছে এবং সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।