ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সালালাহতে আলো ছড়াচ্ছেন রিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
সালালাহতে আলো ছড়াচ্ছেন রিয়া

ফাইভ এ সাইড ওমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে আলো ছড়াচ্ছেন বিকেএসপির দশম শ্রেণির ছাত্রী আইরিন আক্তার রিয়া। ওমানের সালালাহ শহরে দারুন খেলে নতুন এক রেকর্ডও গড়েছেনন তিনি।

রিয়া একটানা তিন ম্যাচে তিনটি হ্যাটট্রিক এবং একটানা তিন ম্যাচে তিনবার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, আন্তর্জাতিক আঙিনায় এমন কৃতিত্ব বাংলাদেশের আর কোনও হকি খেলোয়াড়ের নেই।

টুর্নামেন্টে এ পর্যন্ত রিয়া অসাধারণ নৈপুন্যে দেখিয়ে ৪ ম্যাচে ১৪টি গোল করেছেন। বাংলাদেশ প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৭-৪ গোলে হারলেও রিয়া করেন ১ গোল করেন। এরপর দ্বিতীয় ম্যাচে ১০-৫ গোলে চাইনিজ তাইপের সঙ্গে স্মরণীয় জয়ে রিয়া হ্যাটট্রিকসহ করেন ৪ গোল। তৃতীয় ম্যাচে ইরানের বিপক্ষে ৯-৩ গোলের জয়ে রিয়া এ ম্যাচেও হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। চতুর্থ ম্যাচে স্বাগতিক ওমানের সঙ্গে ৯-২ গোলে জয়ে রিয়া হ্যাটট্রিকসহ করেন ৫ গোল।

দারুণ ছন্দে এগিয়ে চলেছেন রিয়া। প্রতিটি ম্যাচেই দলের জয়ে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, ঠিক তেমনিভাবে নিজে গোল করছেন আবার গোল করতে অ্যাসিন্টও করছেন।

উল্লেখ্য ২০১৯ সালে সিঙ্গাপুরে এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টের মধ্য দিয়ে এদেশের নারী হকির আন্তর্জাতিক আঙিনায় পদচারণা শুরু হয়। এরপর বৈশ্বিক করোনাভাইরাস, ঘরোয়া হকির নানারকম দুঃসময়সহ অনেকটা অলস সময় কেটে যায়। এভাবে প্রায় চার বছর কাটিয়ে ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্ট দিয়ে আবারো আন্তর্জাতিক হকিতে ফেরে নারী দল। আন্তর্জাতিক আঙিনায় রিয়া-অর্পিতাদের দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশের নারী হকির সম্ভাবনার আভাস ছড়াচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।