ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মঙ্গলবার শুরু হচ্ছে স্কুল হ্যান্ডবল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
মঙ্গলবার শুরু হচ্ছে স্কুল হ্যান্ডবল

আগামী মঙ্গলবার শুরু হচ্ছে পোলার আইসক্রিম ২৮তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। বালক বিভাগে অংশ নিচ্ছে ২৪টি স্কুল।

আর বালিকা বিভাগে স্কুল সংখ্যা ১৯টি। এবার বালক বিভাগে দুইটি ও বালিকা বিভাগে একটি স্কুল যোগ হয়েছে।

এবারের আসর আয়োজিত হবে দুটি ভেন্যুতে। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম ছাড়াও শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে খেলা হবে। বালক বিভাগে ৮টি গ্রুপ ও বালিকা বিভাগে ছয়টি গ্রুপ করা হয়েছে। বালক ও বালিকা দুই বিভাগের ফাইনাল ম্যাচ হবে ৪ সেপ্টেম্বর।

টুর্নামেন্টের বাজেট ১৭ লাখ ৫০ হাজার টাকা। স্পনসর প্রতিষ্ঠান পোলার আইসক্রিম দিচ্ছে ১৫ লাখ টাকা। বাকি টাকা ফেডারেশন বহন করবে। পোলার স্কুল হ্যান্ডবলে পৃষ্ঠপোষকতার এক যুগ পূর্তি হচ্ছে এবার।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩ 
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।