কোভিড-১৯ টিকা না নেওয়ায় গত বছর ইউএস ওপেন খেলতে পারেননি নোভাক জোকোভিচ। তবে সেই নিয়ম এখন শিথিল করেছে যুক্তরাষ্ট্র।
এই জয়ে আবারও র্যাংকিংয়ের সিংহাসন দখলে নিলেন জোকোভিচ। কিছুদিন আগেই কার্লোস আলকারাসকে হারিয়ে জেতেন সিনসিনাটি ওপেনের শিরোপা। র্যাংকিংয়েও শীর্ষস্থান থেকে হটালেন আলকারাসকে। এনিয়ে এটিপি র্যাংকিংয়ে রেকর্ড ৩৯০ সপ্তাহ শীর্ষে থাকছেন জোকোভিচ।
ইউএস ওপেনে এবার জোকোভিচ এসেছেন তার ২৪তম গ্র্যান্ড স্ল্যামের খোঁজে। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন নিজের করে নিয়েছেন এই তারকা। কিন্তু উইম্বলডনের ফাইনালে হেরে যান আলকারাসের কাছে। ইউএস ওপেনেও জোকোভিচের শক্ত প্রতিদ্বন্দ্বী আলকারাসই। শীর্ষ দুই বাছাই হওয়ায় ফাইনালের আগে আসরে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই দুজনের।
এদিকে নারী এককে প্রথম রাউন্ডের বাধা টপকেছেন বর্তমান চ্যাম্পিয়ন ইগা সিওনতেক, এলিনা রিবাকিনা ও কোকো গফ।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এএইচএস