কোয়ার্টার ফাইনালের আগেই ইউএস ওপেন থেকে বিদায় নিলেন নারী এককের চ্যাম্পিয়ন ইগা সিওনতেক। পোলিশ এই কন্যা হেরে বসেন লাটভিয়ার ২০তম বাছাই জেলেনা ওস্তাপেঙ্কোর কাছে।
এই হারে র্যাংকিংয়ে শীর্ষস্থানও হারালেন সিওনতেক। ৭৫ সপ্তাহ চূড়ায় থাকার পর এবার তার জায়গায় বসতে যাচ্ছেন আরিনা সাবালেঙ্কা। কোয়ার্টার ফাইনালে উঠে সিওনতেকের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখলেন ওস্তাপেঙ্কো। আগের তিন দেখাতেও সিওনতেককে হারিয়েছেন তিনি।
লাটভিয়ার এই তারকা বলেন, 'আমি সবসময় ইগার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের আশা করি। সে অসাধারণ খেলোয়াড়, বেশ কয়েকটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছে এবং বেশ ধারাবাহিক। আমি জানতাম আমাকে আগ্রাসী হতে হবে, নিজের খেলাটা খেলতে হবে, কারণ সে এটাতে অস্বস্তিতে ভোগে। মনে হয়েছে যে আমি ভালো খেলেছে এবং তাকে খুব একটা সুযোগ দিইনি। '
কোয়ার্টার ফাইনালে কোকো গফের মুখোমুখি হবে ওস্তাপেঙ্কো।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এএইচএস