ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লন্ডনে জাতীয় রেকর্ড গড়লেন ইমরানুর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
লন্ডনে জাতীয় রেকর্ড গড়লেন ইমরানুর

বাংলাদেশের স্প্রিন্টার ইমরানুর রহমান, তবে তার স্থায়ী বসবাস লন্ডনেই। ইংল্যান্ডের কুইন এলিজাবেথ পার্কে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস স্বীকৃত এক প্রতিযোগিতায় তিনি গড়েছেন নতুন রেকর্ড।

১০০ মিটার স্প্রিন্টে ১০.১১ সেকেন্ড টাইমিং নিয়ে শেষ করেছেন প্রতিযোগিতা।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ইমরানুরের এই  টাইমিংকে জাতীয় রেকর্ড হিসেবে স্বীকৃতি দিচ্ছে। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু  ব্যক্তিগত কাজে মার্কিন যুক্তরাষ্ট রয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে মন্টু ইমরানের টাইমিং সম্পর্কে বলেন, ‘ইংল্যান্ডের এই প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড অ্যাথলেটিকস দ্বারা স্বীকৃত। তাই ১০.১১ সেকেন্ড ১০০ মিটারে জাতীয় রেকর্ড হিসেবে গণ্য হবে। পাশাপাশি ইমরানের ব্যক্তিগত সেরা টাইমিং হিসেবে বৈশ্বিক পর্যায়ে প্রদর্শিত হবে। ’

বাংলাদেশের দ্রুততম মানব গত বছর ১০.২৯ সেকেন্ড টাইমিং করে জাতীয় রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙেছিলেন এই বছরের জুলাইয়ে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০.২৫ সেকেন্ড  টাইমিং করে। মাস দু’য়েক পর ইংল্যান্ডের এক প্রতিযোগিতায় নিজের টাইমিং আরো কমিয়ে ১০.১১ সেকেন্ডে আনলেন ইমরানুর।  

গত বছর অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে ইমরান ১০.০১ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন তিনি। তবে ইসলামিক গেমসের সেই টাইমিং জাতীয় রেকর্ড হিসেবে স্বীকৃত হয়নি। কারণ ইসলামিক গেমস বিশ্ব অ্যাথলেটিক্স থেকে স্বীকৃত পায়নি।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।