ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চেষ্টা করব ভালো ফল এনে দেওয়ার: রোমান সানা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
চেষ্টা করব ভালো ফল এনে দেওয়ার: রোমান সানা

সতীর্থ আর্চারের সঙ্গে অসদাচরণের অভিযোগে গত নভেম্বরে রোমান সানাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। তবে গত ৭ মার্চ শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা তুলেও নেয় দেশীয় আর্চারির সর্বোচ্চ সংস্থাটি।


 
কিন্তু রোমানের শৃঙ্খলাভঙ্গের ঘটনা জেনে আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন স্বপ্রণোদিত হয়ে তার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রাখে। ফলে বাংলাদেশ আর্চারি ফেডারেশন চাইলেও তাকে আন্তর্জাতিক ইভেন্টে দলে নিতে পারেনি। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এশিয়ান গেমস দিয়ে আবারও আন্তর্জাতিক ইভেন্টে ফিরছেন রোমান।

লম্বা সময় আন্তর্জাতিক প্রতিযোগিতার বাইরে ছিলেন রোমান। আন্তর্জাতিক অঙ্গনে তার প্রত্যাবর্তন হচ্ছে বড় মঞ্চ দিয়েই। হুট করে ফিরে খেলাটা কঠিন হবে কিনা এমন প্রশ্নের জবাবে দেশে সেরা এই আর্চার বলেন, ‘মানিয়ে নিতে সমস্যা তো হবেই। হুট করেই তো আর গিয়ে ভালো কিছু করা যায় না। অনেকদিন খেলি নাই, তবে চেষ্টা করব ফল এনে দেওয়ার। তবে এশিয়াডে পদক পাওয়া অনেক কঠিন। ’

অলিম্পিক অ্যাসোসিয়েশনে এশিয়ান গেমস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রোমান সানার প্রসঙ্গে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন এ কে সরকার জানিয়েছিলেন, ‘রোমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। সে এশিয়াডে অংশ নেবে। তার অ্যাক্রেডিটেশন কার্ডসহ সবকিছুই ঠিকঠাক মতো হয়েছে। ’ তবে এখনো আনুষ্ঠানিক কোনও চিঠি পাননি বলে জানিয়েছেন রোমান।  

এবছরই সতীর্থ আর্চার দিয়া সিদ্দিকীর সঙ্গে গাঁটছড়া বেধেছেন রোমান। দেশের দুই সেরা আর্চার জুটি বেধে শুরু করেছেন নতুন জীবনের পথচলা। তাদের নতুন জীবন নিয়ে দোয়াও চাইলেন রোমান। তিনি বলেন, ‘সব কিছু ভালোই চলছে। আমাদের জন্য দোয়া রাখবেন। ’

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।