শুরুটা দারুণ করলেন ফিনল্যান্ডের টেনিস তারকা এমিল রুসুভুরি। তবে দানিল মেদভেদেভ ঘুরে দাঁড়ালেন প্রথম দুই সেট হেরে।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ম্যারাথন লড়াইয়ে ৩-৬, ৬-৭ (১-৭), ৬-৪, ৭-৬ (৭-১), ৬-০ গেমে জেতেন রুশ টেনিস তারকা। ম্যাচটির ব্যপ্তি ছিল ৪ ঘণ্টা ২৩ মিনিট। শেষ হয় রাত ৩টা ৩৯ মিনিটে। গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে এর চেয়ে বেশি রাতে শেষ হয়েছে আর কেবল দুটি ম্যাচ।
প্রথম সেট শুরুটা দারুণ করেন রুসুভুরি। দ্বিতীয় সেটেও তিনি দেখান চমক। টানা দুই সেট জেতার পর তৃতীয় সেটেও লড়াই করেন তিনি। তবে চতুর্থ সেটে আর পেরে উঠলেন না মেদভেদেভের সঙ্গে। সেখানেই আসে ব্রেকথ্রু। পরবর্তীতে আর কোনো সেট জিততে পারেননি ফিনল্যান্ডের এই তারকা।
প্রতিযোগীতার তৃতীয় রাউন্ডে কানাডার ফেলিক্স ওজি-আলিয়াসসিমের মুখোমুখি হবেন রাশিয়ান টেনিস তারকা মেদভেদেভ।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
আরইউ