দেশের ক্লাবভিত্তিক ক্রিকেট পরিচালনাকারী সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানিয়েছে, ২০২৫–২৬ মৌসুমের ঘরোয়া ক্রিকেটের সব লিগ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের স্বার্থ ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রস্তুতি চলছে সব আয়োজনের।
বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিডিএম জানায়, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ, প্রথম বিভাগ টি-টোয়েন্টি লিগ, তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ এবং সিসিডিএম চ্যালেঞ্জ কাপ- সব প্রতিযোগিতা সময়সূচি অনুযায়ী আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন ও যাদের ঘিরে এই ক্রিকেট অর্থাৎ ক্রিকেটারদের কল্যাণ- এই দুটোই বিসিবির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। বোর্ডের ভেতরে-বাইরে যারা আছেন, সবাই একই দর্শন ও আবেগ নিয়ে কাজ করছেন। ’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘সিসিডিএম ও বিসিবি উভয়ই খেলোয়াড়দের স্বার্থকে সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে এবং ভবিষ্যতেও দেবে।
এফবি