ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

খেলা

আফগানদের কাছে বাংলাদেশের ৫ উইকেটের হার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৮, অক্টোবর ৯, ২০২৫
আফগানদের কাছে বাংলাদেশের ৫ উইকেটের হার

আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হারলো বাংলাদেশ। টাইগারদের দেওয়া ২২২ রানের টার্গেট ছুঁয়ে ফেলে আফগানরা ৫ উইকেটে, ১৭ বল বাকি রেখেই।

ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের শিকার হয়ে ১০ রানে ফেরেন ওপেনার তানজিদ হাসান। পরের ওভারেই নাজমুল হোসেন শান্ত (২) বিদায় নিলে দলীয় স্কোর হয় ২৫/২। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তাওহীদ হৃদয় ও সাইফ হাসান। কিন্তু অভিষেক ম্যাচে ২৬ রান করে সাইফ ফেরেন স্পিনার নাঙ্গোলিয়া খারোতির বলে।

৩ উইকেটে ৫৩ রানে চাপে পড়া বাংলাদেশকে উদ্ধার করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও হৃদয়। দু’জন মিলে ১৪২ বলে ১০১ রানের জুটি গড়েন। দুজনেই তুলে নেন অর্ধশতক। হৃদয় ৮৫ বলে ৫৬ (১ চার, ৩ ছক্কা) এবং মিরাজ ৮৭ বলে ৬০ (১ চার, ১ ছক্কা) রান করেন। কিন্তু দলীয় ১৫৪ রানে হৃদয় রান আউট হওয়ার পরই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। শেষ ৪৬ রানে বাংলাদেশ হারায় শেষ ৬ উইকেট। ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ।

আফগানদের সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন রশিদ খান এবং আজমতউল্লাহ ওমরজাই দুজনেই।  

২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী সূচনা করে আফগানিস্তান। ওপেনার ইব্রাহীম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ সতর্ক শুরুর পর হাত খুলে খেলেন। দু’জন মিলে গড়ে তোলেন ৫২ রানের উদ্বোধনী জুটি।

তবে, তানভীর ইসলামের স্পিনে ব্যক্তিগত ২৩ রানে বিদায় নেন ইব্রাহীম, পরের ওভারেই তানজিম হাসান সাকিব ফেরান সেদিকুল্লাহ আতলকে (৫)। এই দুই দ্রুত উইকেটে কিছুটা চাপে পড়ে আফগানরা। কিন্তু সেই চাপ সামলে নেয় অভিজ্ঞ জুটি গুরবাজ ও রহমত শাহ।

দু’জনেই ব্যাট করেছেন ঠাণ্ডা মাথায়, সময় নিয়ে গড়ে তুলেছেন ইনিংস। গুরবাজ করেন ৭৬ বলে ৫০ রান (১ চার, ১ ছক্কা), আর রহমত শাহ খেলেন ৭০ বলে ৫০ রানের ইনিংস (২ চার)। এরপর যথাক্রমে মিরাজ ও তানজিম সাকিবের বলে তারা আউট হলেও ততক্ষণে ম্যাচের ভিত তৈরি হয়ে যায় আফগানিস্তানের।

দলীয় ১৩৬ রানের মধ্যেই ৪ উইকেট হারানোর পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফগানরা। হাশমতউল্লাহ শহিদী ও আজমতউল্লাহ ওমরজাই জয়ের কাজটা সেরে ফেলেন সহজেই।

শেষ দিকে ওমরজাইয়ের ঝড়ো ৪৪ বলে ৪০ রানের এবং শহিদীর শান্ত ইনিংসে (৪৬ বলে অপরাজিত ৩৩) ৫ উইকেট এবং ১৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া, তানভীর ইসলাম ও মিরাজ পেয়েছেন ১টি করে উইকেট।

এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।