দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে দলগত কম্পাউন্ডে ব্যর্থতার পর ব্যক্তিগত ইভেন্টেও হতাশ করেছেন বাংলাদেশের মেয়েরা। কোনো পদক ছাড়াই শেষ হয়েছে লাল-সবুজ শিবিরের মেয়েদের অভিযান।
বাংলাদেশের হয়ে ব্যক্তিগত পর্বে অংশ নেন বন্যা আক্তার, কুলসুম আক্তার মনি ও পুস্পিতা জামান। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিলেন বন্যা। প্রথম রাউন্ডে স্পেনের অলিভেয়ার্স আলেক্সাকে ১৪৪-১৪৩ পয়েন্টে হারিয়ে শুভসূচনা করেন তিনি। ১/২৪ পর্যায়ে ইন্দোনেশিয়ার রাতি ফাধলির সঙ্গে ১৪৫-১৪৫ সমতায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়, যেখানে শুটঅফে জিতে এগিয়ে যান বন্যা। তবে ১/১৬ রাউন্ডে চাইনিজ তাইপের আইজু হুয়াংয়ের কাছে ১৪৮-১৪৫ পয়েন্টে হেরে বিদায় নিতে হয়।
হারলেও আশাবাদী বন্যা বলেন, “১/১৬ পর্যায় পর্যন্ত খেলতে পেরেছি, যা বাংলাদেশের আর্চারদের জন্য ভালো অভিজ্ঞতা। তবে আরও ভালো করার সুযোগ ছিল। সামনে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে, এখানকার অভিজ্ঞতা কাজে লাগবে। ”
পুস্পিতা জামান প্রথম রাউন্ডেই সৌদি আরবের আমনা আলাওদির কাছে ১৩৯-১৪১ পয়েন্টে হেরে যান।
অন্যদিকে, কুলসুম আক্তার মনি প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখান—এল সালভাদরের ক্যামিলা আলভারেঙ্গাকে ১৪৯-১৪৩ পয়েন্টে হারিয়ে পরের রাউন্ডে উঠলেও ব্রাজিলের বিয়ানকা রদ্রিগেজের কাছে ১৪৭-১৪৬ পয়েন্টে পরাজিত হয়ে বিদায় নেন।
এর আগে পুরুষ বিভাগের ব্যক্তিগত ইভেন্টে নামেন হিমু বাছার। কিন্তু প্রথম ম্যাচেই কাজাখস্তানের তায়ুতউন অ্যান্দ্রের কাছে ১৪৬-১৪৫ পয়েন্টে হেরে যান তিনি।
সোমবার তাদের আর কোনো ম্যাচ না থাকলেও অনুশীলন চালিয়ে গেছেন পুরুষ আর্চাররা। মঙ্গলবার নামবেন র্যাংকিং রাউন্ডে।
এআর/এমএইচএম