ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিয়ালে স্বপ্ন পূরণ সিলভার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
রিয়ালে স্বপ্ন পূরণ সিলভার ছবি : সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের মিডফিল্ডার লুকাস সিলভাকে দলে ভিড়িয়েছে স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ব্রাজিলের এ তারকাকে সোমবার (২৬ জানুয়ারি) বার্নাব্যুতে প্রেস কনফারেন্সের মাধ্যমে রিয়েল ভক্তদের সামনে উপস্থাপন করেন ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।



এ সময় ব্রাজিল মিডফিল্ডার বলেন, আমি বিশ্ব সেরা একটি ক্লাবে যোগ দিয়েছি। তাই সমর্থকদের চাওয়াটা বেশি থাকবে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, এমন একটি দলে সুযোগ করে দেয়ার জন্য। আরো ধন্যবাদ জানাই আমার সাবেক ক্লাব ক্রুজেইরো এবং বর্তমান ক্লাব রিয়ালের প্রেসিডেন্টকে।

নিজের নতুন মিশনের কথা জানিয়ে সিলভা বলেন, আমি এ ক্লাবের হয়ে আমার সেরাটা দিতে প্রস্তুত আছি। এখানে আমি আরো বেশি কিছু শিখতে পারব, যা আমাকে ক্লাবের জন্য সহায়তা করবে। এখানে এসে আমার স্বপ্ন পূরণ হয়েছে।

২১ বছর বয়সী এ ব্রাজিলিয়ান আরও যোগ করেন, রিয়ালের হয়ে মাঠে নামতে আমি উদগ্রীব হয়ে আছি। রিয়ালের জার্সি গায়ে খেলার জন্য মুখিয়ে আছি। জার্সির সম্মান রাখতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। সর্বোপরি বিশ্বসেরা এ ক্লাবে সুযোগ পেয়ে আমি বেশ আনন্দিত।

ব্রাজিল জাতীয় দলের হয়ে ৪ ম্যাচ খেলা সিলভা তার সাবেক ক্লাব ক্রুজেইরোর হয়ে খেলেছেন ৫৮টি ম্যাচ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।