ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
শুরু হচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় আগামী ১৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে ‘ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫’। টুর্নামেন্টে স্থানীয়, জাতীয় ও বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে সাতক্ষীরার সাতটি উপজেলা ও একটি পৌরসভার সমন্বয়ে মোট আটটি দল অংশ নেবে।



বুধবার (১১ নভেম্বর)  দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নক আউট এই টুর্নামেন্ট সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।

তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। খেলা শুরুর আগে প্রদর্শিত হবে মনোরম ডিসপ্লে।

উদ্বোধনী খেলায় ১৪ নভেম্বর দুপুর আড়াইটায় সাতক্ষীরা স্টেডিয়ামে মুখোমুখি হবে সাতক্ষীরা সদর উপজেলা ও কলারোয়া উপজেলা দল। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হক, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।