ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আদ্রিয়ানোর চোখে সেরা রোনালদো-রোনালদিনহোরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
আদ্রিয়ানোর চোখে সেরা রোনালদো-রোনালদিনহোরা ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে একাই ৫ গোল করে বিশ্বফুটবলকে চমকে দিয়েছিলেন শাখতার দোনেৎস্কের ব্রাজিলয়ান ফরোয়ার্ড লুইজ আদ্রিয়ানো। সেলেকাওদের নতুন নায়ক আদ্রিয়ানো সর্বকালের সেরা ফুটবলারদের একটি তালিকা তৈরি করেছেন।

যেখানে পেলে, দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, নেইমার আর ক্রিস্টিয়ানো রোনালদোদের মতো বিশ্বখ্যাত তারকার জায়গা হয়নি।

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ৯টি করে গোল নিয়ে মেসি, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সহাবস্থানে থাকা শাখতারের ২৮ বছর বয়সী এই ব্রাজিলীয় স্ট্রাইকার ইতালিয় জায়ান্ট এসি মিলানের সঙ্গে এ মৌসুমে চুক্তিবদ্ধ হয়েছেন।

এসি মিলানের সঙ্গে ৮০ লাখ ইউরোর বিনিময়ে ৫ বছরের জন্য চুক্তিপত্রে সই করা আদ্রিয়ানো তার একাদশের আক্রমণভাগ সাজিয়েছেন ব্রাজিলের রোনালদো আর রোনালদিনহোকে দিয়ে। ৪-৪-২ ফরমেশনে সাজানো দলটিতে দুই ব্রাজিল তারকার পেছনে আদ্রিয়ানো রেখেছেন ফরাসি তারকা মিডফিল্ডার জিনেদিন জিদানকে। জিদানের সঙ্গে আরও রয়েছেন ব্রাজিলের রিভালদো, ইতালির আন্দ্রে পিরলো আর গ্যাতুসোকে।

আদ্রিয়ানোর একাদশের মাঝমাঠ সামলানোর দায়িত্বে আরও থাকছেন ব্রাজিলের পাওয়ার শ্যুটার খ্যাত রবার্তো কার্লোস, ইতালির পাওলো মালদিনি, স্প্যানিশ তারকা চার্লস পুয়োল আর ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ খেলা ও দুইবার বিশ্বশিরোপা জয়ী কাফু।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তারকা আদ্রিয়ানোর ঘোষিত সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় একমাত্র গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন জার্মানির ম্যানুয়েল ন্যুয়ের।

নিজের আইডল ফুটবলার হিসেবে আদ্রিয়ানো ব্রাজিলের রোনালদো আর রোমারিওকে এগিয়ে রেখেছেন।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।