ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

খেলা

৩য় বেক্সিমকো ফার্মা কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, নভেম্বর ১৪, ২০১৫
৩য় বেক্সিমকো ফার্মা কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুমিল্লা: কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ৩য় বেক্সিমকো ফার্মা কাপ গলফ টুর্নামেন্ট-২০১৫  অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি ১২ নভেম্বর শুরু হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে টুর্নামেন্টটি শেষ হয়। এ টুর্নামেন্টে বাংলাদেশের বিভিন্ন গলফ ক্লাব হতে সর্বমোট ১৩৫ জন গলফার অংশ গ্রহণ করেন।

এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন লে. কর্নেল মোতাহের হোসেন, রানারআপ হয়েছেন লে.কর্নেল তৌফিক, বেষ্ট গ্রস বিজয়ী হয়েছেন কর্নেল মাসুদুর রহমান, মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন মিসেস লে. কর্নেল সাইদ, জুনিয়রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন পারভীন আশিক, বেষ্ট ফ্রন্ট নাইন বিজয়ী হয়েছেন মেজর সাইদুর রহমান ও বেষ্ট ব্যাক নাইন বিজয়ী হয়েছেন মি লুনিক ।

উদ্বোধনী এবং টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ এনায়েত উল্লাহ,এনডিইউ, পিএসসি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেক্সিমকো ফার্মামিউটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর, ফাইন্যান্স এন্ড একাউন্টস জামাল আহমেদ চৌধুরী।

এছাড়া বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আশিকুজ্জামান, বিগ্রেডিয়ার জেনারে মোঃ আব্দুল আলিম তরফদার, বিগ্রেডিয়ার জেনারে মোঃ শাহিনুল হক,  ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সদস্য সচিব লেঃ কর্ণেল মোঃ সাইফুল ইসলাম এবং মেজর মফিজুর রহমান ভূইয়া মফি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।