ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এল ক্লাসিকো ঘিরে নিরাপত্তা জোরদার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এল ক্লাসিকো ঘিরে নিরাপত্তা জোরদার সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম/ছবি:সংগৃহীত

ঢাকা: ফ্রান্সে সন্ত্রাসী হামলার জের ধরে নড়েচড়ে বসেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। মাদ্রিদের বার্নাব্যুতে অনুষ্ঠেয় লা লিগার এল ক্লাসিকো ম্যাচ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আগামী ২১ নভেম্বর (শনিবার) রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

ক’দিন আগেই ফ্রান্সে ভয়াবহ জঙ্গি হামলা চালায় সন্ত্রাসীরা। সে সময় প্যারিসে ফ্রান্স ও জার্মানির মধ্যকার প্রীতি ম্যাচ চলছিল। অবশ্য স্টেডিয়ামে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বিঘ্নেই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পগবা-মাতুইদিরা।

ভয়ঙ্কার এ হামলায় ১৩০ জনের বেশি মানুষ মারা যান। বিশ্বকে স্তব্ধ করে দেওয়া মর্মান্তিক ঘটনার প্রভাব পড়ে আন্তর্জাতিক ম্যাচের সূচিতে। ইতোমধ্যেই স্বাগতিক বেলজিয়ামের বিপক্ষে স্পেনের প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়েছে।

খেলোয়াড় ও দর্শকদের কথা মাথায় রেখেই উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকো ম্যাচে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা। মাদ্রিদ সরকারের প্রতিনিধি কনসেপসিওন ডানকাউসা এরকম ইঙ্গিতই দিলেন, ‘বিশ্বের ‍অন্যতম দুই সেরা টিম রিয়াল মাদ্রিদ ও বার্সার মধ্যকার ম্যাচে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সবকিছুতেই থাকবে কড়া নজরদারি। এমনকি স্যান্ডউইচও পরীক্ষা করা হবে। ’ উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ভিসেন্তে কালদেরনে অ্যাতলেতিকো মাদ্রিদ ও বেনফিকার মধ্যকার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এক বেনফিকা সমর্থক স্যান্ডউইচের মধ্যে অবৈধ জিনিস এনে ধরা পড়েন।

এদিকে, ভক্ত-সমর্থকদের নিশ্চিন্তে থাকার জন্য আশ্বস্ত করেছেন স্প্যানিশ স্পোর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট মিগুয়েল কার্ডেনাল। কোনো ধরনের চিন্তা ছাড়াই দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের ‍আহ্বান জানান তিনি।

এল ক্লাসিকো ম্যাচ ঘিরে মাদ্রিদে পুলিশসহ অন্তত এক হাজার নিরাপত্তা সদস্য উপস্থিত থাকে। তবে এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। নিরাপত্তা জোরদারে চলতি মৌসুমের প্রথম ক্লাসিকো ম্যাচের দিন আরো অধিক সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে। পুরো মাদ্রিদ শহর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।