ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দ. কোরিয়াকে হারিয়ে কোয়ার্টারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
দ. কোরিয়াকে হারিয়ে কোয়ার্টারে বাংলাদেশ

ঢাকা: জুনিয়র এশিয়া কাপ হকিতে জয়ের ধারায় আছে বাংলাদেশ। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার কুয়েনতেনে আবারও জয় পেয়েছে বাংলাদেশ যুব হকি দল।

জুনিয়র এশিয়া কাপ হকিতে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

লাল-সবুজের বাংলাদেশের হয়ে গোল দুটি করেন সারোয়ার হোসেন ও মিলন হোসেন।

অনূর্ধ্ব-২১ পর্যায়ের এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারে বাংলাদেশের যুবারা। তবে, নিজেদের দ্বিতীয় ম্যাচে অসীম গোপের দল ওমানকে ৫-৪ গোলে হারায়।

দ. কোরিয়ার বিপক্ষে ম্যাচের ২৫ মিনিটে মোহাম্মদ হোসেন সারোয়ারের ফিল্ড গোলে এগিয়ে যায় মাহবুব হারুনের শিষ্যরা। প্রথমার্ধে লিড ধরে রেখে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও এক গোল দিয়ে দক্ষিণ কোরিয়াকে চাপের মধ্যে ফেলে দেয় উড়ন্ত বাংলাদেশ। ৪৯ মিনিটের মাথায় মিলন হোসেনের স্টিক থেকে দ্বিতীয় গোলটি আসে।

অসাধারণ পারফরম্যান্সের জন্য বাংলাদেশের মিলন হোসেন ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।

তিন ম্যাচে ৬ পয়েন্ট তুলে নিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ জাপান অথবা মালয়েশিয়া।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।