ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সাকে রুখে দিলো লেভারকুজেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বার্সাকে রুখে দিলো লেভারকুজেন ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা গ্রুপপর্বের ম্যাচে বায়ার লেভারকুজেনের ঘরের মাঠে আতিথ্য নিয়েছিল। জার্মান ক্লাবটির বিপক্ষে জয় পায়নি স্প্যানিশ ফেভারিটরা।

মেসির গোলে এগিয়ে থেকেও ১-১ গোলের ড্র মেনে নিতে হয় গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সাকে।

আগেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করা বার্সাকে ম্যাচের শুরু থেকেই দমিয়ে রাখার লড়াই চালিয়ে যায় লেভারকুজেন। কাতালানদের হয়ে শুরুর একাদশে মাঠে নামেন টার স্টেগেন, আদ্রিয়ানো, মার্ক বারত্রা, ভারমায়েলন, জরদি আলবা, ইভান রেকিটিচ, স্যামপার, কাপতোউম, লিওনেল মেসি, সান্দ্রো এবং মুনীর আল হাদ্দাদি।

ম্যাচের ২০ মিনিটে প্রথম লিড নেয় বার্সা। দলের হয়ে প্রথম গোলটি করেন মেসি। রেকিটিচের অ্যাসিস্ট থেকে এগিয়ে যাওয়া গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে, সমতায় ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ২৩ মিনিটের মাথায় লেভারকুজেনের হয়ে সমতায় ফেরানোর গোলটি করেন জাভিয়ের হার্নান্দেজ।

চলতি মৌসুমে উড়তে থাকা বার্সাকে রুখে দিয়ে প্রথমার্ধে ১-১ গোলের সমতা রেখে বিরতিতে যায় স্বাগতিক লেভারকুজেন।

বিরতির পর বেশ কয়েকটি আক্রমণ করলেও কাতালানদের আর কোনো ফুটবলার গোলের দেখা পাইয়ে দিতে ব্যর্থ হন। ফলে, ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে বার্সা-লেভারকুজেন।

এ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করায় নকআউট পর্বে যাওয়া বার্সার সংগ্রহ বেড়ে দাঁড়ায় ৬ ম্যাচে সর্বোচ্চ ১৪ পয়েন্ট। ইতালিয়ান জায়ান্ট রোমা বার্সার সঙ্গী হতে পেরেছে ভাগ্যগুনে। ৬ ম্যাচ খেলে রোমা আর লেভারকুজেনের পয়েন্ট সমান ৬। তবে, গোল ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোতে খেলবে রোমা। গ্রুপের শেষ দল বাতে বরিশভের ৬ ম্যাচে অর্জন ৫ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।