ঢাকা: মালয়েশিয়ায় অনুষ্ঠানরত সুপার মক কাপ ফুটবল ফেস্টিভ্যালের সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেবকে হারিয়ে ফাইনালে উঠেছে। একই দিন ফিলিপাইনের বয়সভিত্তিক দলকে রুখে দিয়ে অনূর্ধ্ব-১২তেও দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
জিহান-ফাহিম-অমিত-হৃদয়দের নিয়ে সাজানো অনূর্ধ্ব-১৩ দল এএসএন ফিল্ডে ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেবকে ৩-১ গোলে হারায়। অন্যদিকে মেব্যাংক একাডেমির মাঠে ফিলিপাইনের গ্লোবাল এফসিকে ৩-০ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-১২ দল।
ফুটবলে বাংলাদেশ জাতীয় দল ব্রাজিলকে হারিয়ে দেবে, এমন স্বপ্ন দেখাটা অবান্তর হলেও বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসের বয়সভিত্তিক দলকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে। ব্রাজিলের ক্লাবটিকে জিহানের জোড়া গোলের সুবাদে ২-১ গোলে হারায় বাংলাদেশ। এর আগে মক কাপের প্লেট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সোয়ন এস. বি উইংয়কে ৫-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল। সে ম্যাচেও জোড়া গোল করেন জিহান।
জাকারিয়া বাবুর লাল-সবুজের জার্সিধারী শিষ্যরা (অনূর্ধ্ব-১৩) ফাইনালে উঠলেও মক কাপের গ্রুপ পর্বে ৫ দলের মধ্যে তৃতীয় হওয়ায় প্লেট পর্বে খেলতে হচ্ছে অনূর্ধ্ব-১২ দল।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ১২ ডিসেম্বর ২০১৫
এমআর