ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নভোএয়ার ভিক্টোরি-ডে কাপ গলফ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
নভোএয়ার ভিক্টোরি-ডে কাপ গলফ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

ঢাকা: কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী চতুর্থ নভোএয়ার ভিক্টোরি-ডে কাপ গলফ টুর্নামেন্ট-২০১৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) এ টুর্নামেন্টের উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী।


 
এ সময় উপস্থিত ছিলেন, নভোএয়ার’র ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, আর্মি গলফ ক্লাব ও
নভোএয়ার’র উচ্চপদস্থ কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিরা।

নভোএয়ার শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে গত ৪ বছর ধরে বিজয় দিবস টুর্নামেন্টের আয়োজন করে আসছে।

এছাড়াও নভোএয়ার দেশের ক্রীড়ান্নোয়নে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি খেলাসহ অন্যান্য খেলাধুলায়ও পৃষ্ঠপোষকতা করে আসছে।

আয়োজক সূত্রে জানা যায়, অ্যামেচার গলফারদের নিয়োজিত ৫টি (পাঁচটি) ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো হলো-সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান।

এই টুর্নামেন্টে দেশি-বিদেশিসহ মোট ৫৫০ জন খেলোয়াড় অংশ নিয়েছেন। গলফারদের জন্য রয়েছে ট্রফিসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। এছাড়া বাংলাদেশি গলফারদের জন্য মায়ানমারে বিশেষ গলফ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

টুনামেন্টটি ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর শেষ হয়। ১৬ ডিসেম্বর টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।