ঢাকা: সম্ভাব্য ছয়টির মধ্যে পাঁচটি বড় শিরোপা জিতে বছর শেষ করলো বার্সেলোনা। তবে শিরোপা ক্ষুধাটা এতটুকুও কমেনি ট্রেবল জয়ীদের।
লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ২০১৫ সাল শেষ করে বার্সা। ন্যু ক্যাম্পে বছরের শেষ লিগ ম্যাচে রিয়াল বেটিসকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ ম্যাচের মধ্য দিয়েই বার্সার মূল দলের হয়ে ৫০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেন মেসি।
বার্সার জন্য সফলতার পুনরাবৃত্তি করাটা যে সহজ হবে না তা ভালো করেই জানেন মেসি। তবে দলের সবাই ২০১৫-১৬ মৌসুমে আরো বেশি সাফল্য পেতে চায় বলেই প্রত্যয় ব্যক্ত করেন আর্জেন্টাইন আইকন।
এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমরা যা অর্জন করেছি তার চেয়ে উন্নতি করাটা কঠিন। তবে চেষ্টার ত্রুটি রাখব না। বার্সার এমন একটি স্কোয়াড রয়েছে যারা জয়ের ধারা ধরে রাখতে চাই। দলের জন্য ২০১৫ সালটি ছিল একটা সেরা বছর। একইভাবে আগামী বছরও শেষ করতে চাই। ’
প্রসঙ্গত, স্প্যানিশ সুপার কাপ ছাড়া ২০১৫ সালের সম্ভাব্য সব শিরোপাই ঘরে তোলে বার্সা। ২০১৪-১৫ মৌসুমের লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন হয়ে ট্রেবল জয়ের উল্লাসে মাতেন মেসি-নেইমার-সুয়ারেজরা। সেভিয়ার বিপক্ষে গোল উৎসবের ম্যাচ (৫-৪) জিতে উয়েফা সুপার কাপের ট্রফিও নিজেদের শোকেসে পুরে স্প্যানিশ জায়ান্টরা। সর্বশেষ গত ২০ ডিসেম্বর রেকর্ড তৃতীয়বারের ক্লাব বিশ্বকাপের শিরোপাও জিতে নেয় লুইস এনরিকের শিষ্যরা।
২০১৬ সালেও কী এমন সাফল্যে ভাসবে বার্সা? চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসি কিন্তু সেরকম পূর্বাবাসই দিয়ে রেখেছেন!
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আরএম