ঢাকা: দেশের মাটিতে আগামী ০৮ হতে ২০ জানুয়ারি ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের’ দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার (০২ জানুয়ারি) ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আসন্ন আসরে বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, মালয়েশিয়া, বাহরাইন, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ অংশ নেবে। এবার আটটি দল নিয়ে শুরু হবে আসরটি। যার মধ্যে ছয়টি বিদেশি ও দুটি দেশি দল রয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে অংশ নেবে দুটি দল। জাতীয় দল ছাড়াও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল অংশ নেবে।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর থেকে বিদায় নেয় বাংলাদেশ জাতীয় দল। মারুফুল হকের অধীনে থাকা দলটি ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া আসরে আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নেয়।
গতবারের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া।
বাংলাদেশ দল: মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, শহীদুল আলম, নাবীব নেওয়াজ জীবন, রাসেল মাহমুদ লিটন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ওয়ালী ফয়সাল, নাসিরুল ইসলাম, আতিকুর রহমান মিশু, জুয়েল রানা, নাসিরউদ্দিন চৌধুরী, জামাল ভূইয়া, ইয়ামিন মুন্না, জাহিদ হোসেন, আশরাফুল ইসলাম রানা, মোনায়েম খান রাজু, শাখাওয়াত হোসেন রনি, রায়হান হাসান, তপু বর্মন, ইয়াসিন খান, সোহেল রানা, আলমগীর কবির রানা ও মিঠুন চৌধুরী।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ০২ জানুয়ারি ২০১৬
এমআর