ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

খেলা

বর্ষসেরা ক্লাব বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
বর্ষসেরা ক্লাব বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনাকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) বর্ষসেরা ক্লাব হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১৫ সালে পাঁচটি মেজর শিরোপা জেতা কাতালানদের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছে লুইস এনরিকের দলটি।



এদিকে বৈশ্বিক ঘরোয়া লিগগুলোর মধ্যে সেরা নির্বাচিত হয়েছে স্প্যানিশ লা লিগা। আর গতবারের মতো এবারও দ্বিতীয় সেরা হয়েছে ইতালির সিরি আ।

বার্সা এই স্বীকৃতি পেতে সর্বোচ্চ ৩৭৯ পয়েন্ট পেয়েছে। দুইয়ে রয়েছে ইতালির জায়ান্ট জুভেন্টাস (২৮৬ পয়েন্ট) ও তিনে রয়েছে নাপোলি (২৬৮ পয়েন্ট)।

চতুর্থ স্থানে জার্মানির চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। পেপ গার্দিওলার শিষ্যরা পেয়েছেন ২৬৩ পয়েন্ট। ২৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচে জায়গা পেয়েছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। আর ২৪১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।