ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফুটবলে সেরা দল গড়বে শেখ রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
ফুটবলে সেরা দল গড়বে শেখ রাসেল

ঢাকা: বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর ক্লাবটির চেহারা পুরোপুরি পাল্টে গেছে। গত মৌসুমে বিগ বাজেটে তারকা খেলোয়াড়দের নিয়ে দল গড়েছিল শেখ রাসেল।

কিন্তু দুর্ভাগ্যক্রমে পেশাদার লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি। রানার্সআপ হয় তারা। এবারও শিরোপা জিততে সেরা দল গড়ার পরিকল্পনা নিয়েছে শেখ রাসেল।

রোববার সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে তার বাসভবনে শেখ রাসেলের পরিচালনা পর্ষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ফুটবলে শক্তিশালী দল গঠন ছাড়াও টেবিল টেনিসেও নতুনরূপে আত্মপ্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। অক্টোবরে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা আয়োজন করা হবে। ১০০ স্কুলের ৮০০ ছেলেমেয়ে এ প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা করা যাচ্ছে।

সায়েম সোবহান আনভীর বলেন, শেখ রাসেল শুধু দেশ নয় বিদেশেও ফুটবলে সাফল্য অর্জন করবে বলে আশা রাখি। সভায় বেশ ক’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়।

এ সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মীর সমির, ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাভলু, পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম, আবদুল লতিফ, শাহজাহান কবির, রফিকুল আলম, মইনুল হক মনজু, আবুল কাশেম, এস এম হাসান জামান, ওয়াসির রহমান, খলিলুর রহমান, রেজাউল করিম, আসাদুর রহমান খান,  মো. জাকির হোসেন, হামিদুল হক, শামসুল আরেফিন, এস এম জাহাঙ্গীর, হাবিবুর রহমান খান, আলিমুজ্জামান আলম, আল-মারুফ এনায়েত হোসেন, সমিরউদ্দিন, মো. শাহ আলম, কাজী কামরুল আহমেদ, খন্দকার তরিকুল হক, মোহাম্মদ হোসেন,  মো. কবির হোসেন, খাজা সাহাদাত উল্লাহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনও শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের এ সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।