ঢাকা: তারকা খেলোয়াড়দের মধ্যে বর্ষসেরা হতে কে না চায়? তবে এমন চিন্তা মাথায়-ই আনছেন না গ্যারেথ বেল। শুধুমাত্র ফিফা ব্যালন ডি’অর নয়, যেকোনো ব্যক্তিগত পুরস্কার জেতার বিষয়টি চিন্তার বাইরেই রাখছেন ২৬ বছর বয়সী এ উইঙ্গার।
এদিকে, সুইজারল্যান্ডের জুরিখে সোমবার (১১ জানুয়ারি) রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০১৫ ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠানের পর্দা উঠবে। বাংলাদেশ সময় রাত ১০টায় এটি শুরু হওয়ার কথা রয়েছে। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-৪ চ্যানেল।
বেলের ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো চতুর্থবারের মতো বর্ষসেরার খেতাব জেতার দিকে দৃষ্টি রাখছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও নেইমার। তবে ফুটবল বোদ্ধাদের মতে, পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন মেসি।
এক সাক্ষাৎকারে বেল বলেন, ‘ব্যক্তিগত অ্যাওয়ার্ড? আমি এটি নিয়ে মোটেই ভাবছি না। এটা অন্যদের জন্য, যাদের লক্ষ্যই থাকে বর্ষসেরা হওয়া। আমি শুধু কঠোর পরিশ্রম করে যেতে চাই এবং দলের হয়ে অনেক শিরোপা জিততে চাই। ’
প্রসঙ্গত, গত বছর বেলের এজেন্ট জোনাথন বার্নেট বলেছিলেন, দুই থেকে তিন বছরের মধ্যে ব্যালন ডি’অর জিততে পারেন বেল। এমনকি, ওয়েলস তারকা নিজেই এমনটি চান বলেও নিশ্চিত করেছিলেন বার্নেট। অবশেষে ব্যক্তিগত অ্যাওয়ার্ডে নিজের অনীহার কথাই প্রকাশ করলেন বেল।
আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, লা লিগার চলতি মৌসুমে ইতোমধ্যেই ১৪ ম্যাচে ১২টি গোল করেছেন বেল। সর্বশেষ শনিবারের (০৯ জানুয়ারি) ম্যাচে দেপোর্তিভো লা করুণার বিপক্ষে করেন হ্যাটট্রিক। এতেই নিজের শেষ চার ম্যাচে তার আট গোল পূর্ণ হয়।
এমন পারফরম্যান্স বজায় রাখতে পারলে আগামীতে ব্যালন ডি’অরের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় থাকার স্বপ্নটা দেখতেই পারেন বেল। কিন্তু যাকে নিয়ে এতো কথা তিনি নিজেই যে এমন স্বপ্নে বিভোর নন!
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএম