ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

আর্জেন্টিনাসহ পাঁচ দেশকে জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, জানুয়ারি ১৪, ২০১৬
আর্জেন্টিনাসহ পাঁচ দেশকে জরিমানা ছবি : সংগৃহীত

ঢাকা: সমকামী বিদ্বেষী স্লোগান দেওয়ায় ফুটবলের সর্বোচ্চ সংস্থা, ফিফা কর্তৃক জরিমানা গুনতে হচ্ছে দক্ষিণ আমেরিকার আমেরিকার পাঁচটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে। গত বিশ্বকাপের রানার্সআপ লিওনেল মেসির আর্জেন্টিনাও রয়েছে সেই তালিকায়।



আর্জেন্টিনা বাদে বাকি চারটি দেশ হলো কোপা আমেরিকার ৪৪তম আসরের চ্যাম্পিয়ন চিলি, মেক্সিকো, পেরু এবং উরুগুয়ে।

ফিফার গভর্নিং বডি থেকে জানানো হয়, ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এই পাঁচটি দেশের সমর্থকরা গ্যালারি থেকে সমকামী বিদ্বেষী স্লোগান দেয়। এছাড়া দেশগুলো সমর্থকরা প্রতিপক্ষের বিরুদ্ধে অপমানজনক ও বৈষম্যমূলক স্লোগানও দেয়।

গভর্নিং বডি থেকে আরও জানানো হয়, একই ধরনের অভিযোগে রয়েছে হন্ডুরাসের ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। ফিফা সেটি তদন্ত করছে। সত্যতা পাওয়া গেলে হন্ডুরাসকেও জরিমানা গুনতে হবে।

চারটি ভিন্ন ম্যাচে সমকামী বিদ্বেষী স্লোগান দেওয়ায় চিলিকে সর্বোচ্চ ৭০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছে ফিফা। আর্জেন্টিনা, মেক্সিকো, পেরু আর উরুগুয়েকে এই অপরাধে ২০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।