ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রাজশাহীতে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
রাজশাহীতে মিনি ম্যারাথন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে ১০ কিলোমিটারের মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম এলাকা থেকে দৌড় শুরু হয়ে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।



শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাতটা থেকে শুরু হওয়া এ ম্যারাথনে অংশ নেন মোট ২২২ জন প্রতিযোগী। নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ জন প্রতিযোগী দৌড় শেষ করেন।
 
নীলসাগর গ্রুপ রাজশাহী স্কাই মিনি ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রোমেজ বিশ্বাস। দ্বিতীয় হন আহসান হাবিব এবং তৃতীয় স্থান অর্জন করেন ওসমান গনি।
 
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুলতান আব্দুল হামিদ, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী চেম্বার অব কর্মাসের সভাপতি মনিরুজ্জামান মনি, পরিচালক সেকেন্দার আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম।
 
অনুষ্ঠান পরিচালনা করেন এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা আগামী ১ ও ২ মার্চ রাজশাহীতে ছেলে-মেয়েদের জন্য ম্যারাথন আয়োজনের ঘোষণা দেন।
 
বাংলাদেশ সময় : ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।