ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

আফগানিস্তানকে হারালো নেপাল 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
আফগানিস্তানকে হারালো নেপাল 

বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ জয় পেয়েছে নেপাল। শনিবার (২৪ ডিসেম্বর) মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আফগানিস্তানকে ৩-২ সেটে হারায় তারা।

ঢাকা: বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ জয় পেয়েছে নেপাল। শনিবার (২৪ ডিসেম্বর) মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আফগানিস্তানকে ৩-২ সেটে হারায় তারা।

 

টুর্নামেন্টে প্রথমবার ম্যাচ পঞ্চম সেটে গড়ায়। টুর্নামেন্টে আগের পাঁচ ম্যাচ পঞ্চম সেটের আগেই নিস্পত্তি হয়ে যায়।  

তিন ম্যাচে নেপালের একমাত্র হার বাংলাদেশের বিপক্ষে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপাল নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম সেটে ২৫-২১ পয়েন্টে আফগানদের পেছনে ফেলে। পরের সেটে ম্যাচে ফেরে আফগানরা। ২৫-১৮ পয়েন্টে দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা (১-১) আনে তারা। তৃতীয় সেটে ২৫-১৪ পয়েন্টে নেপাল জিতে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

আফগানরা চতুর্থ সেটে দুর্দান্তভাবে সমতায় ফেরে। ২৫-১৯ পয়েন্টে সেট জেতে তারা। ফাইনাল সেটে নেপালের বিপক্ষে পেরে উঠেনি আফগানরা। ১৫-১৩ পয়েন্টে হেরে যায় তারা। ম্যাচ সেরা হয়েছেন মানবাহাদুর সিরিস্তা।  

এর আগে দিনের প্রথম  ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়েছে কিরগিজস্তান।  

আগামীকাল দিনের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ লড়বে কিরগিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।