ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

৯ বছর পর টাইগারদের উইন্ডিজ বধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
৯ বছর পর টাইগারদের উইন্ডিজ বধ ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজ

২০০৯ সালের জুলাইয়ে খর্ব শক্তির এক ওয়েস্ট ইন্ডিজ দলকে তাদেরই মাটিতে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। এবার দীর্ঘ ৯ বছর পর দেশের মাটিতে ফের জয় পেল টাইগাররা। এবার অবশ্য পূর্ণ শক্তির দলেই খেলেছে ক্যারিবীয়রা।

শনিবার চট্টগ্রামে সিরিজে প্রথম টেস্টের তৃতীয় দিনে স্পিনারদের দাপটে ৬৪ রানে জয় পায় সাকিব আল হাসান ও তার দল।

এই দুই টেস্টের মাঝে বাংলাদেশ উইন্ডিজদের বিপক্ষে খেলেছে আরও ৮টি টেস্ট।

যেখানে ৭টি হারের বিপরীতে ড্র করেছে একটিতে। এ সময় ঘরের মাঠেই চারটি টেস্ট খেলে তিনটিতে হেরেছে বাংলাদেশ।

মূল নিউজ পড়ুন এখানে....স্পিনারদের দাপটে ক্যারিবীয়দের হারালো বাংলাদেশ

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুটি টেস্ট খেলেছিল। তবে সেই দলটি ছিল ক্যারিবীয়দের দ্বিতীয় বা তৃতীয় সারির। বেতন-ভাতার সমস্যার কারণে বোর্ডের সঙ্গে ঝামেলা পাকিয়ে সেবার প্রথম দল সিরিজই খেলেনি।

তাতে অবশ্য লাভ হয়েছিল টাইগারদেরই। প্রথমবারের মতো ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট জয়ের পর দুই ম্যাচে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশও করেছিল।

এবার চট্টগ্রামে জয়ের সেই সুখস্মৃতি ফেরালো বাংলাদেশ। তাতে অবদান রাখলেন ‍সাকিব, তাইজুল, মিরাজ, মুমিনুলরা। আর এই সিরিজেও হোয়াইটওয়াশের বার্তা দিয়ে রাখলেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।