ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন আশরাফুল। তবে তার আগে তাকে ঘরোয়া ক্রিকেটে ভালো করতে হবে।
নিজেকে ফিরে পেতে আশরাফুলের প্রচেষ্টা দেখেই তাকে নিয়ে আশান্বিত মুশফিক। বললেন, ‘তিনি অনেক কষ্ট করেছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো করেছেন। আশা করি এবারও (বিপিএলে) ভালো খেলবেন। তিনি ভালো খেললে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো। ’
বিপিএলে নেতৃত্বের অভিজ্ঞতা থাকলেও তা টানা করেননি মুশফিক। কখনো নিজেই সরে গেছেন আবার কখনো দল পাল্টে গেছে। তবে নেতৃত্ব বিষয়টা বেশ উপভোগ করেন বলেই জানালেন তিনি। সেই সঙ্গে চ্যালেঞ্জও। আর এই চ্যালেঞ্জ নিয়ে চিটাগাং ভাইকিংসকে ভালো ফল এনে দিতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক।
পুরো টুর্নামেন্টের ফল কি হবে তা না ভেবে আপাতত শনিবার (৫ জানুয়ারি) নিজেদের প্রথম ম্যাচের দিকেই তাকাতে চান মুশফিক। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে এই ম্যাচটি যে বেশ কঠিন হতে যাচ্ছে তা অনুধাবন করেই শুরুটা ভালো করার দিকেই সব মনোযোগ রাখছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এমএইচএম