ইমরান খান, ওয়াসিম আকরাম, আমির সোহেল ও রমিজ রাজাদের ইংরেজিতে কথা বলতে পারার দক্ষতার কথা সুবিদিত। কিন্তু অধিকাংশ পাকিস্তানি ক্রিকেটারের ইংরেজি ভাষার প্রতি দুর্বলতার কথা কমবেশি সবাই জানে।
অথচ একজন ক্রিকেটারের ইংরেজি কম জানা দোষের কিছু নয়। ভালো খেলাটাই মূল কথা। আসিফ আলী ঠিক সেটাই করেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে এই পাকিস্তানি ক্রিকেটারের ২৭ বলে ৪৭ রানের ইনিংসে ভর করেই জয় তুলে নেয় জ্যামাইকা তালাওয়াস।
দুর্দান্ত ইনিংস খেলে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারও ঝুলিতে পুরেছেন আসিফ আলী। স্বাভাবিকভাবেই পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থাপকের মুখোমুখি হতে হয়েছে তাকে। কিন্তু ভাষাগত সমস্যার কারণে তাকে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। ইংরেজিতে দুর্বলতার কথা তিনি স্বীকারও করেছেন। তাকে এমন পরিস্থিতি থেকে মুক্তি তাই আসরে নামেন তালাওয়াসে তার সতীর্থ ও নেপালের তারকা ক্রিকেটার সন্দ্বীপ লামিচানে। তিনি উপস্থাপক ও আসিফ আলীর মধ্যে ভাষান্তর করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই মুহূর্তের ফুটেজ ছড়িয়ে পড়তেই লামিচানের প্রশংসা করছেন অনেকে।
সেন্ট লুসিয়া জুকসের ছুড়ে দেওয়া ১৫৯ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসে তালাহওয়াস। এরপর গ্লেন ফিলিপস এবং অধিনায়ক রোভম্যান পাওয়েলের ৬৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। কিন্তু ফের একবার দ্রুত ২ উইকেট তুলে নিয়ে খেলায় ফেরার চেষ্টা চালায় জুকস। শেষ পর্যন্ত আসিফ আলীর ইনিংসটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
এমএইচএম