ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

খেলা

টাইগারদের চূড়ান্ত টেস্ট দল ঘোষণা করা হবে শ্রীলঙ্কায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, আগস্ট ২০, ২০২০
টাইগারদের চূড়ান্ত টেস্ট দল ঘোষণা করা হবে শ্রীলঙ্কায় বাংলাদেশ টেস্ট দল

আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লঙ্কানদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে টাইগাররা।

 

২০-২২ জনের প্রাথমিক দল নিয়েই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। এরপর সেখানে গিয়েই টেস্ট সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) মিরপুরের হোম অব ক্রিকেটে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।  

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে ক্রিকেটাররা। সে জন্য শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ দেখেই চূড়ান্ত দল ঘোষণা করবেন নির্বাচকরা। আর দল নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে অভিজ্ঞতাকে।  

নান্নু বলেন, 'জিম্বাবুয়ে সিরিজে আমরা শেষবারের মতো টেস্ট খেলেছিলাম। এখানে অনেকদিন ধরে আমাদের খেলা নেই। অনুশীলনের মধ্যেও নেই, তারপরও অভিজ্ঞতাটাকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। শ্রীলঙ্কায় আমাদের অনেকগুলো প্রস্তুতি ম্যাচ আছে।  ওইখানেই আমরা মূল স্কোয়াডটা ঘোষণা করব। একটা প্রাথমিক দল নিয়ে সেখানে যাব। শ্রীলঙ্কায় ট্রেনিং সেশনটা অনেক গুরুত্বপূর্ণ। এই পাঁচ মাস সবার জন্যই একটা লম্বা বিরতি ছিল। এই বিরতির মধ্যে কে কতটুকু তাড়াতাড়ি সেরে উঠে, মানসিক দিক দিয়ে নিজেকে আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করতে পারছে এগুলো সব দেখা হবে। এখান থেকে ২০-২২ জন নিয়ে যাচ্ছি।  সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পুরো স্কোয়াডটা প্রস্তুত করব। এরপর সেখানে গিয়ে মূল স্কোয়াড দেবো। ’ 

আগামী ২৪ অক্টোবর, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেররপ্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আর এই সফরে যাওয়ার সম্ভাব্য তারিখ ২৩, ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ২০,২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।