ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রার্থিতা প্রত্যাহার হয়নি সেই প্রার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
প্রার্থিতা প্রত্যাহার হয়নি সেই প্রার্থীর মুহাম্মদ সাজ্জাত হোসেন

চট্টগ্রাম: পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ সাজ্জাত হোসেনের কাছ থেকে প্রত্যাহারপত্রে জোর করে সই নেওয়ার অভিযোগ উঠলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তার প্রার্থিতা প্রত্যাহার হয়নি।

বৃহস্পতিবার (৭ মার্চ) রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন।

মো. কামাল হোসেন বাংলানিউজকে বলেন, ‘পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মুহাম্মদ সাজ্জাত হোসেন, মোতাহেরুল ইসলাম চৌধুরীসহ তিন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।

কোনো প্রার্থী বা তার পক্ষে প্রার্থিতা প্রত্যাহারে আবেদন জমা দেননি কেউ। ’

এর আগে বুধবার (৬ মার্চ) রাতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ সাজ্জাত হোসেন অভিযোগ করেছিলেন বকশিরহাট এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুর্বৃত্তরা তাকে প্রার্থিতা প্রত্যাহারে হুমকি দেয়।

পরে তারা সাজ্জাত হোসেনের কাছ থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য জোরপূর্বক সই নেয়।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।