ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘গাঁজা’ ভরা তোশকসহ দুবাইগামী যাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
‘গাঁজা’ ভরা তোশকসহ দুবাইগামী যাত্রী আটক গাঁজাসহ আটক যাত্রী। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ‘গাঁজা’ ভরা তোশকসহ দুবাইগামী যাত্রী মো. রুবেল ও তার সহযোগী মো. নিজাম উদ্দিনকে আটক করেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা করেন তারা। দুবাই থেকে কানেকটিং ফ্লাইটে মাস্কাট যাওয়ার কথা ছিল রুবেলের।

সোমবার (১৮ মার্চ) সকালে বিমানবন্দরের প্রথম গেটে তল্লাশির সময় সন্দেহ হওয়ায় তোশক খুলে তুলোর বদলে গাঁজা পাওয়া যায়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার-ই-জামানের নেতৃত্বে অভিযানে অংশ নেন বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, নিরাপত্তা সুপারভাইজার মুহাম্মদ ইউছুপ (মানিক), নিরাপত্তা অপারেটর মজিবর রহমান ও নিরাপত্তা কর্মী রাশেদুল ইসলাম।

তোশকের ভেতর লুকানো গাঁজা।  ছবি: বাংলানিউজসারওয়ার-ই-জাহান বাংলানিউজকে বলেন, ফ্লাই দুবাইয়ের ওই যাত্রীর কাছ থেকে ‘গাঁজা’ ভরা লেপ-তোশক জব্দ করা হয়েছে। ৬ কেজি গাঁজা ভরে তোশকটি তৈরি করা হয়েছে। প্রথমে দুবাইয়ের যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দানাশী চরি লাম এলাকার মো. রুবেলকে আটক করা হয়। এ সময় গেটের বাইরে অপেক্ষমাণ রুবেলের সহযোগী কুমিল্লার লাঙ্গলকোট থানার শ্যামপুরের নিজাম উদ্দিনকে আটক করা হয়।

এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।