ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘রেলভূমির বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করতে হবে’  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, মে ৬, ২০১৯
‘রেলভূমির বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করতে হবে’   ...

চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের নিজস্ব জায়গা স্বত্ব ধরে রাখতে পরিত্যক্ত ভূমির বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

তিনি বলেন, দেশে সবচেয়ে বেশি অবৈধ দখলে রয়েছে রেলের জায়গা। এসব জায়গা সঠিক প্রক্রিয়ায় বাণিজ্যিক ব্যবহারের জন্য লিজ দিলে রেলের আয় বাড়বে পাশাপাশি জায়গাও দখলে থাকবে। 

নগরের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত বরিশাল কলোনী উচ্ছেদ করে সেখানে নির্মাণ করা হয়েছে নান্দনিক শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট।

রোববার ( ৫ মে) দুপুরে মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

মাদক নির্মূল করে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করায় মেয়র সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের স্বর্গরাজ্যে মার্কেট নির্মিত হওয়ায় মানুষের ভাগ্য বদলের সুযোগ সৃষ্টি হয়েছে।

আল্লাহ ব্যবসাকে হালাল আর সুদকে হারাম করেছেন উল্লেখ করে মেয়র বলেন, তাই ব্যবসা-বাণিজ্যে সততার স্বাক্ষর রাখতে পারলে ইহকাল ও পরকালে কল্যাণ নিশ্চিত।

 

আইস ফ্যাক্টরি রোডে একটি বড় মার্কেট নির্মিত হওয়ায় অনেকের ভাগ্য বদলের সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য করে মেয়র বলেন, যারা ফুটপাত দখল করে বাণিজ্য করছে তাদের কারণে নাগরীকের চলাফেরা কষ্টদায়ক হয়ে পড়েছে। অচিরেই নগরীর ভ্যান চালিত সব অবৈধ ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। অবৈধ ব্যবসায়ীরা এসব মার্কেটে ব্যবসার নোঙর করলে সরকারের উন্নয়ন চোখে পড়বে, নাগরিক দুর্ভোগও কমবে।  

শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের নামপলক উম্মোচন করে মার্কেট উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। মার্কেট উদ্বোধন শেষে আইস ফ্যাক্টরী রোড ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধরণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি সাবেক কমিশনার জহির আহমদ চৌধুরী।  

কেন্দ্রিয় আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগ নেতা মশিউর রহমান চৌধুরী, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, রাজনীতিবীদ ও ব্যবসায়ী মোহাম্মদ আইয়ূব আলী, কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক শুকলাল দাশ আলম, কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, এস. এ কর্পোরেশন এর জি.এম সঞ্জিব রায় উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ০৫, ২০১৯

জেইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।