ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ওয়াসার অভিযানে সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
ওয়াসার অভিযানে সংযোগ বিচ্ছিন্ন প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের বহদ্দারহাট পশ্চিম ফরিদের পাড়া এলাকায় পানির বিল বকেয়া থাকায় তিনটি সংযোগ বিচ্ছিন করেছেন চট্টগ্রাম ওয়াসার ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রায় দেড় লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লুৎফুন নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লুৎফুন নাহার বাংলানিউজকে বলেন, বিল বকেয়া থাকায় তিনটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পাশাপাশি বকেয়া বিল আদায় করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।