সোমবার (২৯ জুলাই) গ্রেফতারের তানভীরুর রশিদ ফরহাদ সম্পর্কে এমন তথ্য জানিয়েছে পুলিশ।
তানভীরুর রশিদ ফরহাদ আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী এলাকার হারুনুর রশিদের ছেলে।
প্রতারণার শিকার শামিম আহমেদ (১৮) চন্দনাইশ উপজেলার বরকল এলাকার জিএম শাহজাহানের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে তানভীরুর রশিদ ফরহাদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, বন্ধুদের সঙ্গে সাজেক বেড়াতে যাওয়ার জন্য ৩ হাজার টাকা দরকার ছিল তানভীরের। সেই টাকা জোগাড় করতে তার বন্ধু শামিমের সঙ্গে প্রতারণার আশ্রয় নেয়। বন্ধুর মাধ্যমে শামিমকে নিউ মার্কেট এলাকায় দেখা করতে নিয়ে আসে তানভীর। শামিমের কাছ থেকে মোবাইলটি নিয়ে সেখান থেকে সটকে পড়ে। পরে মোবাইল ফিরিয়ে দেওয়ার জন্য ৩ হাজার টাকা দাবি করে তানভীর।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, শামিম থানায় এসে অভিযোগ করলে অভিযান চালিয়ে তানভীরকে আটক করা হয় এবং তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
ওসি জানান, অন্য বন্ধুদের পরামর্শে তানভীর তার বন্ধু শামিমের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে। পুরো ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে তানভীর।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসকে/টিসি