ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পিকনিকের টাকা জোগাড় করতে বন্ধুর সঙ্গে প্রতারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
পিকনিকের টাকা জোগাড় করতে বন্ধুর সঙ্গে প্রতারণা গ্রেফতার তানভীরুর রশিদ ফরহাদ

চট্টগ্রাম: বন্ধুদের সঙ্গে সাজেক বেড়াতে যাওয়ার প্ল্যান করেছে বিএএফ শাহীন কলেজের ছাত্র তানভীরুর রশিদ ফরহাদ (১৮)। বেড়াতে যেতে খরচ লাগবে ৩ হাজার টাকা। সেই টাকা জোগাড় করতে আরেক বন্ধুর সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে তানভীরুর রশিদ ফরহাদ।

সোমবার (২৯ জুলাই) গ্রেফতারের তানভীরুর রশিদ ফরহাদ সম্পর্কে এমন তথ্য জানিয়েছে পুলিশ।

তানভীরুর রশিদ ফরহাদ আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী এলাকার হারুনুর রশিদের ছেলে।

তানভীর বন্ধুদের সঙ্গে চকবাজারের পার্সিভিল হিল এলাকায় থাকতেন।

প্রতারণার শিকার শামিম আহমেদ (১৮) চন্দনাইশ উপজেলার বরকল এলাকার জিএম শাহজাহানের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে তানভীরুর রশিদ ফরহাদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, বন্ধুদের সঙ্গে সাজেক বেড়াতে যাওয়ার জন্য ৩ হাজার টাকা দরকার ছিল তানভীরের। সেই টাকা জোগাড় করতে তার বন্ধু শামিমের সঙ্গে প্রতারণার আশ্রয় নেয়। বন্ধুর মাধ্যমে শামিমকে নিউ মার্কেট এলাকায় দেখা করতে নিয়ে আসে তানভীর। শামিমের কাছ থেকে মোবাইলটি নিয়ে সেখান থেকে সটকে পড়ে। পরে মোবাইল ফিরিয়ে দেওয়ার জন্য ৩ হাজার টাকা দাবি করে তানভীর।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, শামিম থানায় এসে অভিযোগ করলে অভিযান চালিয়ে তানভীরকে আটক করা হয় এবং তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

ওসি জানান, অন্য বন্ধুদের পরামর্শে তানভীর তার বন্ধু শামিমের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে। পুরো ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে তানভীর।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।