ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম: নগরের বিভিন্ন হোটেল, ক্লাব ও কমিউনিটি সেন্টারের মালিকদেরকে সামাজিক অনুষ্ঠানের জন্য বুকিং নেওয়ার বিষয়ে সিএমপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের পক্ষ থেকে দেশ ও জাতির স্বার্থে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়।

সিএমপি সূত্র জানায়, করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম হতে পারে এমন স্থানে সামাজিক অনুষ্ঠান স্থগিত রাখতে বলা হয়েছে।

১৯ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এদিকে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সার্কিট হাউসে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলা সংক্রান্ত বিভাগীয় কমিটির সভায় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বলেন, শুধু নিজে সচেতন হলে হবে না।

জনসমাগম এড়িয়ে চলতে হবে। চট্টগ্রামে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রচুর জনসমাগম  হয়। এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

সম্ভব হলে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসকে/এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।