সোমবার (২৩ মার্চ) বিকেলে সরেজমিনে দেখা যায়, বহদ্দারহাট বাস টার্মিনাল, বিআরটিসি ও দামপাড়া বাস কাউন্টারে ভিড় নেই। অধিকাংশ কাউন্টারই বলতে গেলে ফাঁকা।
দামপাড়া শাখার সোহাগ এসি পরিবহনের কর্মকর্তা আজিজুল হক বাংলানিউজকে বলেন, এক সপ্তাহ আগেও ঢাকা, কক্সবাজারসহ বিভিন্ন রুটে চট্টগ্রাম থেকে ১২টি বাস ছেড়ে গেছে।
সৌদিয়া পরিবহনের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আজকের দিনে টিকিট বিক্রির সংখ্যা শূন্যের কোটায়। গতকাল (রোববার) চারটি টিকিট বিক্রি হয়েছে। এ পরিস্থিতি চলতে থাকলে বাস চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই।
সোহাগ বাসের শারমিন সোলতানা নামে এক যাত্রী বাংলানিউজকে বলেন, প্রতিটি বাসে হ্যান্ড স্যানিটাইজার ও সঙ্গে টিস্যু পেপার রাখা জরুরি। যেসব যাত্রী গাড়িতে উঠবে তারা আগে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করবে। এ ধরনের কোনো ব্যবস্থা করেনি বাস মালিকরা।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
জেইউ/এসি/টিসি