ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কাউন্টার ফাঁকা, যাত্রী নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
কাউন্টার ফাঁকা, যাত্রী নেই সব বাস কাউন্টারই ফাঁকা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: প্রায় সব বাস কাউন্টারই ফাঁকা। কোনো কাউন্টারে দিনে ৫টি আর কোনো কাউন্টারে একেবারে শূন্য টিকিট বিক্রির সংখ্যা। এক সপ্তাহ আগেও দিনে ১২টি বাস বিভিন্ন গন্তব্যে ছাড়লেও এখন সর্বোচ্চ দুটি বাস ছাড়ছে, তাও বাসে যাত্রীর সংখ্যা হাতেগোনা।

সোমবার (২৩ মার্চ) বিকেলে সরেজমিনে দেখা যায়, বহদ্দারহাট বাস টার্মিনাল, বিআরটিসি ও দামপাড়া বাস কাউন্টারে ভিড় নেই। অধিকাংশ কাউন্টারই বলতে গেলে ফাঁকা।

যদিও গণপরিবহন চলাচল বন্ধে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়নি।

দামপাড়া শাখার সোহাগ এসি পরিবহনের কর্মকর্তা আজিজুল হক বাংলানিউজকে বলেন, এক সপ্তাহ আগেও ঢাকা, কক্সবাজারসহ বিভিন্ন রুটে চট্টগ্রাম থেকে ১২টি বাস ছেড়ে গেছে।

কিন্তু করোনা ভাইরাসের প্রকোপের কারণে এখন প্রতিদিন দুটি বাস ছেড়ে যাচ্ছে। তাও যাত্রীর সংখ্যা কম। গতকাল থেকে আজ (সোমবার) বিকেল তিনটা পর্যন্ত মাত্র ৫টি টিকিট বিক্রি হয়েছে। গত ১৭ মার্চের পরদিন থেকে কাউন্টারে যাত্রী কমেছে।

সৌদিয়া পরিবহনের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আজকের দিনে টিকিট বিক্রির সংখ্যা শূন্যের কোটায়। গতকাল (রোববার) চারটি টিকিট বিক্রি হয়েছে। এ পরিস্থিতি চলতে থাকলে বাস চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই।

সোহাগ বাসের শারমিন সোলতানা নামে এক যাত্রী বাংলানিউজকে বলেন, প্রতিটি বাসে হ্যান্ড স্যানিটাইজার ও সঙ্গে টিস্যু পেপার রাখা জরুরি। যেসব যাত্রী গাড়িতে উঠবে তারা আগে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করবে। এ ধরনের কোনো ব্যবস্থা করেনি বাস মালিকরা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।