ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শতাধিক হকার পেলো ইফতার সামগ্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মে ৫, ২০২০
চট্টগ্রামে শতাধিক হকার পেলো ইফতার সামগ্রী চট্টগ্রামে শতাধিক হকার পেলো ইফতার সামগ্রী।

চট্টগ্রাম: চট্টগ্রামে কর্মরত শতাধিক পত্রিকার হকারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

মঙ্গলবার (০৫ মে) বিকেলে ফিরোজশাহ মোস্তফা হাকিম কিন্ডারগার্ডেন স্কুল প্রাঙ্গণে এসব হকারদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক মেয়র এম মনজুর আলম।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের জেনারেল ম্যানেজার আবদুল্লা আল মোজাম্মেল জিলানি, সার্কুলেশন ম্যানেজার তাপস নন্দী, মো. মিজানুর রহমান, চট্টগ্রাম সংবাদপত্র বিভাগীয় অ্যাজেন্ট মো. আহছান উল্ল্যা, নিউ মনছুরাবাদ জামে মসজিদের সভাপতি নুরুল আলম ভুট্টো প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মে ০৫, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।