বুধবার (১৩ মে) দুপুরে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার অনলাইনে অর্থ সহায়তার এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলম উপাচার্যের কাছে বৃত্তিপ্রাপ্তদের তালিকা হস্তান্তর করেন।
অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নিয়ে চবি শিক্ষক সমিতি মহানুভবতার পরিচয় দিয়েছে।
এর আগে করেনা মহামারী পরিস্থিতিতে চবিতে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের জন্য চবি শিক্ষক সমিতি 'করোনা দুর্যোগকালীন বিশেষ বৃত্তি' প্রদানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সে অনুযায়ী প্রাথমিকভাবে বৃত্তিপ্রাপ্ত ৩৪৩ জন শিক্ষার্থীর তালিকা চুড়ান্ত করা হয়।
দ্বিতীয় পর্যায়ে আরও শতাধিক অসচ্ছল শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হবে।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, মে ১৩, ২০২০
এমএ/এমআর/টিসি