ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৩৪৩ শিক্ষার্থীকে সাড়ে ৮ লাখ টাকা সহায়তা চবি শিক্ষক সমিতির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, মে ১৩, ২০২০
৩৪৩ শিক্ষার্থীকে সাড়ে ৮ লাখ টাকা সহায়তা চবি শিক্ষক সমিতির ৩৪৩ শিক্ষার্থীকে সাড়ে ৮ লাখ টাকা সহায়তা চবি শিক্ষক সমিতির।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ৩৪৩ জন অস্বচ্ছল, মেধাবী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীকে দুর্যোগকালীন বিশেষ বৃত্তি দেওয়া হয়েছে। যার পরিমাণ ৮ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

বুধবার (১৩ মে) দুপুরে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার অনলাইনে অর্থ সহায়তার এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলম উপাচার্যের কাছে বৃত্তিপ্রাপ্তদের তালিকা হস্তান্তর করেন।

প্রাথমিক তালিকাভুক্ত ৩৪৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি আড়াই হাজার টাকা শিক্ষার্থীদের একাউন্টে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে।

অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নিয়ে চবি শিক্ষক সমিতি মহানুভবতার পরিচয় দিয়েছে।

মানবিক কাজে সবাই এগিয়ে এলে দেশের যে কোনো দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব।

এর আগে করেনা মহামারী পরিস্থিতিতে চবিতে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের জন্য চবি শিক্ষক সমিতি 'করোনা দুর্যোগকালীন বিশেষ বৃত্তি' প্রদানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সে অনুযায়ী প্রাথমিকভাবে বৃত্তিপ্রাপ্ত ৩৪৩ জন শিক্ষার্থীর তালিকা চুড়ান্ত করা হয়।

দ্বিতীয় পর্যায়ে আরও শতাধিক অসচ্ছল শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, মে ১৩, ২০২০
এমএ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।