ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৮০ লিটার চোলাই মদসহ গ্রেফতার এক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুন ২৫, ২০২০
৮০ লিটার চোলাই মদসহ গ্রেফতার এক ৮০ লিটার চোলাই মদসহ গ্রেফতার এক

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকা থেকে ৮০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত দুইটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির নাম মো. ইব্রাহিম খলিল (২৬)।

তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ঘাটলা ইয়ারপুর এলাকার মো. রফিক উল্যাহর ছেলে। তিনি আনোয়ারা এলাকায় সিএনজি অটোরিকশা চালাতেন।

এ সময় মঞ্জুর আলম নামে আরও একজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল ফারেজ জুয়েল বাংলানিউজকে বলেন, দুইটি সিএনজি অটোরিকশা করে চোলাই মদ নিয়ে যাওয়ার সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, এ সময় একজন পালিয়ে যায়। দুইটি সিএনজি অটোরিকশা থেকে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সিএনজি অটোরিকশা দুইটি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুন ২৫, ২০২০
এসকে/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।