ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিআইপি সম্মাননা পেলেন সাফওয়ান সোবহান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
সিআইপি সম্মাননা পেলেন সাফওয়ান সোবহান

ঢাকা: বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সিআইপি (শিল্প) সম্মাননা পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফওয়ান সোবহান।

বুধবার (২০ নভেম্বর)  রাজধানীর একটি অভিজাত হোটেলে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে বৃহৎ শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে তার হাতে এ সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিশিষ্ট শিল্পপতি সাফওয়ান সোবহানের হাতে ক্রেস্ট তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

 

এ সময় শিল্পমন্ত্রী বলেন, আমরা সবসময় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের অবদানের স্বীকৃতি দিয়ে আসছি। শিল্পখাতে সৃজনশীলতাকে উৎসাহিত করে আসছি। আজকের সিআইপি কার্ড প্রদানও সরকারের উদ্যোক্তাবান্ধব দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।  

‘আমি মনে করি বেসরকারি খাতের শিল্প উদ্যোক্তারাই সাফল্যের নেপথ্যের নায়ক। আপনাদের মেধা, সৃজনশীল উদ্যোগ, নিরন্তর পরিশ্রম এবং সাহসী সিদ্ধান্তের ফলে দেশের শিল্পখাত দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এটি চলমান রাখতে শিল্প মন্ত্রণালয়, শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের প্রণোদনা অব্যাহত থাকবে। ’                                             

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম।                

শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার দেওয়া হচ্ছে ২০১৭ সালের সিআইপি সম্মাননা। এবছর ৪৮ জনকে নির্বাচন করেছে শিল্প মন্ত্রণালয়।  

বৃহৎ উৎপাদন, বৃহৎ সেবা, মাঝারি উৎপাদন, মাঝারি সেবা, ক্ষুদ্র উৎপাদন, ক্ষুদ্র সেবা, মাইক্রো এবং কুটির শিল্প—এ আট ক্যাটাগরিতে ৪২ জন সম্মাননা পেয়েছেন। এছাড়া পদাধিকার বলে ছয়জনকে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের সম্মাননা দেওয়া হয়।

বৃহৎ শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সাফওয়ান সোবহান  আরও যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন- বিএসআরএম স্টীলস লিমিটেডের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, ডিঅ্যান্ডএস প্রিটি ফ্যাশনসের চেয়ারম্যান মোহাম্মদ আলী তালুকদার, জিন্নাত ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক, নান্নু স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক বিএম শোয়েব, হ্যামস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মো. সফিকুর রহমান, বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান,  আরএকে সিরামিকস (বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান, বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাকের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, বাদশা টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক মো. বাদশা মিয়া, বিবিএস ক্যাবলসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু নোমান হাওলাদার, মীর সিরামিকসের পরিচালক মাহরীন নাসির, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং ইউনিভার্সেল জিন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছির উদ্দিন।

সম্মাননা হাতে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।  ছবি: ডিএইচ বাদল/বাংলানিউজবৃহৎ শিল্প (সেবা) ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্তরা হলেন- এসটিএস হোল্ডিং (এ্যাপোলো হসপিটালস) এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনির উদ্দীন; নাভানা রিয়েল এস্টেটের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম, দি সিভিল ইঞ্জিনিয়ার্স ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আতিকুর রহমান, মীর আক্তার হোসেন-এর ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন এবং ইন্ট্রাকো রিফিউলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিয়াদ আলী।  

মাঝারি শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্তরা হলেন- মেসার্স জজ ভূঞা টেক্সটাইল মিলসের স্বত্বাধিকারী মোহাম্মদ ফায়জুর রহমান ভূঞা, প্রমি এগ্রো ফুডসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হাসান খান, অকো-টেক্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান, মেসার্স সিটাডেল এপারেলসের এমডি মো. মাহিদুল ইসলাম খান; মাধবদী ডাইং ফিনিশিং মিলসের এমডি মো. নিজাম উদ্দিন ভূইয়া লিটন, ফু-ওয়াং ফুডসের আরিফ আহমেদ চৌধুরী, ফারইস্ট ড্রেসেসের আজমাত রহমান, কুলিয়ারচর সী ফুডসের (কক্সবাজার) চেয়ারম্যান মোহাম্মদ মুছা মিয়া এবং বসুমতি ডিস্ট্রিবিউশনের এমডি জেডএম গোলাম নবী।

মাঝারি শিল্প (সেবা) ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্তরা হলেন- নাভানার চেয়ারম্যান সফিউল ইসলাম, শান্তা হোল্ডিংসের পরিচালক জেসমিন সুলতানা এবং স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যান মো. আফতাব উদ্দীন।

এছাড়া অন্বেষা স্টাইলের ইউএম আশেক, সোনালী ফ্যাব্রিক্স অ্যান্ড টেক্সটাইল মিলসের এমডি মো. আলী হোসেন, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের এমডি মো. মিজবার রহমান, আমানত শাহ উইভিং প্রসেসিংয়ের পরিচালক রেজাউল করিম, হান্ড্রেড প্লাস এক্সপোর পরিচালক সৈয়দ হারুন গণিকে ক্ষুদ্র শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে।  

ক্ষুদ্র শিল্প (সেবা) ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্তরা হলেন- ফেয়ার ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আলম আল মাহবুব, যমুনা মিটার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম ভূইয়া, টেকনোমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক যশোদা জীবন দেবনাথ।  

কুটির শিল্প ক্যাটাগরিতে মেসার্স হক ড্রাইসেলের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক ও স্মার্ট লেদার প্রোডাক্টসের প্রোপ্রাইটর মাসুদা ইয়াসমিন উর্মিকে সম্মাননা দেওয়া হয়েছে।  

পদাধিকারবলে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের সিআইপি (শিল্প) ২০১৭ সম্মাননাপ্রাপ্তরা হলেন- দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, বাংলাদেশ গার্মেন্টস্ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) সাবেক প্রেসিডেন্ট রূপালী হক চৌধুরী, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিডব্লিউসিসিআই) প্রেসিডেন্ট সেলিমা আহমাদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) এর সাবেক সভাপতি সালাহউদ্দিন কাসেম খান এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশের (নাসিব) সভাপতি মির্জা  নূরুল গণী শোভন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এসই/এমএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।