ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ববিতে ১ মাসের ছুটি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, মে ২৭, ২০১৯
ববিতে ১ মাসের ছুটি  বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হয়েছে টানা এক মাসেরও বেশি ছুটি।

রোববার (২৬ মে) থেকে বন্ধ হয়ে গেছে ক্লাস, থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত।

তবে অফিস কার্যক্রম চলবে আগামী ২ জুন পর্যন্ত।

নয় দিনের ছুটি শেষে ১১ জুন ফের বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম শুরু হবে।

গ্রীষ্মকালীন ছুটি, মাহে রমজান, জুমআতুল বিদা, শব-ই-কদর ও ঈদুল ফিতরের ‍কারণে শিক্ষার্থীরা এক মাসেরও বেশি ছুটি দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নিত্যানন্দ পাল সই করা এক নোটিশে জানানো হয়েছে।

এদিকে, ‍ছুটি বেশি হওয়ায় শিক্ষার্থীরা হল ছাড়ছেন ধীরে-সুস্থে। রোববার দূরের ছাড়া তেমন কোনো শিক্ষার্থীরা হল ছাড়েননি বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।