ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন বছরে কাজী শুভ’র প্রথম গান ‘কলঙ্ক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
নতুন বছরে কাজী শুভ’র প্রথম গান ‘কলঙ্ক’ ‘কলঙ্ক’র ভিডিওতে কাজী শুভ

নতুন বছরের প্রথম দিনেই ভক্ত-অনুরাগীদের গান-ভিডিও উপহার দিচ্ছেন সংগীতশিল্পী কাজী শুভ। শিরোনাম ‘কলঙ্ক’। হানিফ খানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।

সেলিম আহম্মেদের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা মাহিন আওলাদ। গল্পের খাতিরে ভিডিওতে বেশ কয়েকটি চরিত্র উপস্থাপন করতে হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন।

 এদের মধ্যে রয়েছেন- রিয়াদ রায়হান, মন্দিরা, আনোয়ার হোসেন, এমিলসহ আরও অনেকে।  

নিজের নতুন গান এবং ভিডিও নিয়ে কাজী শুভ জানালেন, গানের সঙ্গে মিল রেখে দারুণ গল্পে ভিডিও নির্মাণ করা হয়েছে ‘কলঙ্ক’র। ভিডিও নির্মাণে পরিচালক তার মুন্সিয়ানা দেখিয়েছেন। এতে আমি সম্পূর্ণ নতুন অবয়বে হাজির হয়েছি। আশা করছি, গানটি দর্শক-শ্রোতাদের মধ্য ভালোলাগা তৈরি করবে।  

নতুন বছরের প্রথম দিন ধ্রুব মিউজিক স্টেশনের ইউটউব চ্যানেলে প্রকাশ পাবে গান-ভিডিও ‘কলঙ্ক’। এছাড়া গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।