ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

বিনোদন

কাজী শুভ’র ইসলামি গান ‘আল্লাহ তুমি মহান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, মে ১২, ২০২০
কাজী শুভ’র ইসলামি গান ‘আল্লাহ তুমি মহান’ রাব্বিকীন-শুভ

চলতি রমজান উপলক্ষে প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী কাজী শুভ’র কণ্ঠের ইসলামি গান 'আল্লাহ তুমি মহান'। 

আল্লাহ তুমি যে মহান/তুমি মেহেরবান/তুমি মালিক তুমি খালিক তুমি রহমান- এমন কথার গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। গাওয়ার পাশাপাশি সুর করেছেন কাজী শুভ নিজেই।

সোমবার (১১ মে) মাই সাউন্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

এর আগে রাব্বিকীনের কথায় কাজী শুভ একাধিক আধুনিক গান করলেও এবারই প্রথম গাইলেন ইসলামি গান। এ প্রসঙ্গে কাজী শুভ বলেন,  ‘রমজান উপলক্ষে এ ইসলামি গানটি করলাম। বেশ সহজ ও সুন্দর কথার গান। আমার বিশ্বাস সবার ভালো লাগবে। ’ 

ফয়সাল রাব্বিকীন বলেন, ‘ইসলামি গান করার চিন্তা অনেক দিন থেকেই ছিল। এবার সেটা করা হলো। কাজী শুভ ভাই বরাবরের মতো খুব ভালো গেয়েছেন। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ১১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।