ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মদনে বিয়ের ট্রলার বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
মদনে বিয়ের ট্রলার বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু আল মামুনের নিথর দেহ। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলার তলার হাওরে বিয়ের একটি ট্রলার দুর্ঘটনাবশত বিদ্যুতের লাইনে জড়িয়ে গেলে আল মামুন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় বরসহ আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে বিয়ের ট্রলারটি মদন থেকে মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন মদন উপজেলার গঙ্গানগর গ্রামের হারুন মিয়ার ছেলে।

আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।

তারা হলেন গঙ্গানগর ও বাস্তা গ্রামের বাসিন্দা- বর আশরাফুল ইসলাম(২৪), হাবুল অরফে হাবু (৪৫), রূপনেহার (২৫) , হাইতুল (২০), লিটন (১৬), রাসেল (১৬), মোমেন (১৫), রাফি (১৩), মহসিন (১২), জাকির হোসেন (১০)।

এদিকে দুর্ঘটনার পর মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়ালীউল হাসান ঘটনাস্থল পরিদর্শনে করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক বাংলানিউজে এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।