নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ বলেছেন, শহরের চাষাঢ়া থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের ডানে-বামে কোনো হকার থাকবে না। ফুটপাত সাধারণ জনগণের। তারা ফুটপাত দিয়ে চলাচল করবে। সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। যদি কেউ হকারদের পক্ষ নিয়ে কথা বলেন, তাদের অনুরোধ করবো- আপনারা হকারদের জন্য অন্য কোথাও ব্যবস্থা করেন।
শনিবার (১৫ জুন) দুপুরে চাষাঢ়া গোল চত্বর থেকে শুরু করে মন্ডলপাড়া ব্রিজ পর্যন্ত হকারের বিরুদ্ধে অভিযান শেষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেস ব্রিফিংয়ে এসপি এ কথা বলেন।
হারুন অর রশিদ বলেন, আমরা হকারদের বিরুদ্ধে নই, দরিদ্র মানুষের বিরুদ্ধে নই।
হকারদের অনুরোধ করবো, আপনারা সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দোকান বসাবেন না। কোনো ব্যক্তিবিশেষ নিজের ফায়দা লুটতে হকাদের যেন বসাতে না পারে। আমরা সাধারণ মানুষকে সেবা দেওয়ার মানসিকতা নিয়েই কাজ করছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ নুরে আলম, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এইচএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।